শুক্রবার (০৬ সেপ্টেম্বর) বেলা ২টায় ময়মনসিংহ নগরীর প্রিয়াঙ্গন কমিউনিটি সেন্টারে এই কর্মী সম্মেলনের আয়োজন করা হয়।
কোতোয়ালী থানা জামায়াতের আমীর ইঞ্জিয়ার আব্দুল বারী’র সভাপতিত্বে ও সেক্রেটারি এমদাদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. সামিউল হক ফারুকী।
ড. সামিউল হক ফারুকী বলেন, আমরা পরাধীন ছিলাম এবার দ্বিতীয়বারের মত ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছি। স্বৈরাচারের আমলে আমরা নিজের ভোট দিতে পারি নাই, সাংবাদিকরা সত্যকে তুলে ধরতে পারে নাই, শাসক গোষ্ঠী টুটি চেপে ধরেছে। এখান থেকে আমাদের শিক্ষা নিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণে সৎ, দক্ষ, দেশ প্রেমিক নাগরিক তৈরি করতে হবে। মানুষের ভালোবাসা অর্জন করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, শহিদ পরিবারের প্রতি সমবেদনা ও শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারকে দুই লাখ টাকা করে আর্থিক সহয়তার কথা তুলে ধরেন। এছাড়াও আজীবন শহীদ পরিবারের পাশে থাকার ঘোষণা দেন।
কর্মী সম্মেলনে আরও বক্তব্য রাখেন, ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কামরুল আহসান এমরুল, ময়মনসিংহ জেলা জামায়াতে ইসলামীর আমীর আব্দুল করিম, ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আসাদুজ্জামান সোহেল, মহানগর সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সার, সহকারী সেক্রেটারি আনোয়ার হাসান সুজন, চরপাড়া থানা শাখার আমীর খন্দকার আবু হানিফ সহ বিভিন্ন থানা শাখা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।